২৬ জুন ২০১৯, বুধবার, ১২:২৫

সাহেরা সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) নাটোর জেলার সিংড়া উপজেলার সাতারদীঘি কচরমারিয়া গ্রাম নিবাসী হাফেজ আঃ রাজ্জাকের স্ত্রী সাহেরা সরকার গত ২৫ জুন বিকাল ৪:৩০ টায় ৫৩ বছর বয়সে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৬ জুন সাতার দীঘি কচরমারিয়া কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে কচরমারিয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

শোকবাণী

সাহেরা সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৬ জুন ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জেলা জামায়াত নেতৃবৃন্দের শোকবাণী

সাহেরা সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে নাটোর জেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাঃ সাদেকুর রহমান এবং সিংড়া উপজেলা শাখা জামায়াতের আমীর এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা সাহেরা সরকারের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করে তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোকে ধৈর্য্য ধারণ তাওফিক দান করুন।