২৬ জুন ২০১৯, বুধবার, ১২:১৬

মাওলানা আব্দুল মতিনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিনকে গত ২৫ জুন ভোর রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৬ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিনকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করার পরে তিনিসহ ২৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকার শুরু করেছে তারই অংশ হিসেবে পুলিশ অন্যায়ভাবে কুড়িগ্রাম জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিনকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করার জন্য সরকার অব্যাহতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের কর্তৃত্ববাদী দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার, নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মাওলানা আঃ মতিনসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”