২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ১১:৫৮

মাওলানা হাসমত উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রাম নিবাসী ছুপুয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও ফেনীর ফালাহিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাসমত উল্লাহর (৭৫) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৭ এপ্রিল ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা হাসমত উল্লাহর (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম মাওলানা হাসমত উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন আমার এবং দেশের হাজার হাজার আলেমের একান্ত শ্রদ্ধাভাজন উস্তাদ। তিনি সারা জীবন ইসলামী শিক্ষা বিস্তার ও ইসলাম প্রচারে বিশেষ অবদান রেখে গিয়েছেন। তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান দান করার জন্য আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।”

উল্লেখ্য যে, মাওলানা হাসমত উল্লাহ স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন।