২২ এপ্রিল ২০১৯, সোমবার, ১০:৫৮

সাবেক চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন মোল্লাকে রাজনৈতিকভাবে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চিরির বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন মোল্লাকে (তিনি ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন) অযথা বারবার রাজনৈতিকভাবে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২২ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব আফতাব উদ্দিন মোল্লাকে সরকার মুক্তি না দিয়ে তার বিরুদ্ধে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জনাব আফতাব উদ্দিন মোল্লা চিরির বন্দর উপজেলা পরিষদের একজন জনপ্রিয় সাবেক চেয়ারম্যান। তার জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তার বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানি করছে। আদালত তাকে বারবার জামিন দিলেও সরকার তার বিরুদ্ধে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকিয়ে রেখেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি সরকারের এহেন বৈরী আচরণ অত্যন্ত দুঃখজনক। কোন গণতান্ত্রিক সভ্য দেশে এ ধরনের ফ্যাসিবাদী জুলুম-নির্যাতন কল্পনাও করা যায় না। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় গত ২৮ মার্চ তাকে গ্রেফতার করার পর থেকে তিনি এ পর্যন্ত চার বার জামিন লাভ করেছেন। তা সত্ত্বেও তার বিরুদ্ধে আরও ২টি নতুন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি কর্তৃত্ববাদী সরকারের জুলুমের শিকার হয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চেহারাই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে।

জুলুম নির্যাতন বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”