২৪ মার্চ ২০১৯, রবিবার, ১২:৩৩

জনাব আবদুল মতিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) গাজীপুর মহানগরী নিবাসী স্থানীয় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জনাব আবদুল মতিন ৬৫ বছর বয়সে গত ২৩ মার্চ দিবাগত মধ্য রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৪ মার্চ সকাল ১০টায় ২৮ নং ওয়ার্ডের নোয়াগাঁও মসজিদ ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরী জামায়াতের আমীর এসএম সানাউল্লাহ, নায়েবে আমীর অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারী জনাব মোঃ খায়রুল হাসানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামা-মাশায়েখ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুরে অবস্থিত তার নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব আবদুল মতিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৪ মার্চ ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব আবদুল মতিন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।