২২ মার্চ ২০১৯, শুক্রবার, ৭:১৬

মাওলানা আবুল হাসানাত মোহাম্মাদ নূরুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল পূর্ব সাংগঠনিক জেলার সাবেক আমীর, বরিশাল অঞ্চলের টীম সদস্য ও কাউয়ারচর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানাত মোহাম্মাদ নূরুল্লাহ ৭০ বছর বয়সে ব্রেইন স্ট্রোক করে আজ ২২ মার্চ সকাল ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ২২ মার্চ বাদ আসর বরিশাল মহানগর মহাবাজ নাজির বাড়ি স্কুল প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আবুল হাসানাত মোহাম্মাদ নূরুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২২ মার্চ ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বরিশাল জেলায় জামায়াতের কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে মাওলানা আবুল হাসানাত মোহাম্মাদ নূরুল্লাহর বিরাট অবদান রয়েছে। তিনি আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, মাওলানা আবুল হাসানাত মোহাম্মাদ নূরুল্লাহ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।