৪ মার্চ ২০১৯, সোমবার, ১১:২৬

জামিন লাভ করা সত্ত্বেও কুড়িগ্রাম জেলা শাখা জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ১৫ জন নেতা-কর্মীকে জেলে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

কুড়িগ্রাম জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী এবং সেক্রেটারী মাওলানা নিজামউদ্দিনসহ ১৫ জন নেতা-কর্মীকে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া সত্ত্বেও তাদের জেলখানায় পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৪ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও কুড়িগ্রাম জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী ও সেক্রেটারী মাওলানা নিজামউদ্দিনসহ ১৫ জন নেতা-কর্মীকে জেলে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তারা দেশের আইনানুগ সুনাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আদালতে হাজির হয়েছিলেন। তথাপিও সরকার তাদের জামিন না দিয়ে জেলে পাঠিয়ে উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে। এ ধরনের অন্যায় আচরণ অত্যন্ত দুঃখজনক।

দেশের উচ্চ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে মাওলানা আবদুল মতিন ফারুকী ও সেক্রেটারী মাওলানা নিজামউদ্দিনসহ সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”