২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৮:৪৬

মাওলানা আব্দুল জলিল সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) মাওলানা আব্দুল জলিল সরদার ৫৫ বছর বয়সে গত ২৩ ফেব্রুয়ারী ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার প্রথম জানাযা নামাজ ২৩ ফেব্রুয়ারী মগবাজার টিএনটি জামে মসজিদে এবং রাতে গৌরনদী ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযা শেষে তাকে গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে নিজ বাড়ীতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাযায় বরিশাল পম্চিম সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল মান্নান ও অধ্যাপক মোসলেউদ্দিন শিকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, তার একমাত্র পুত্র আব্দুল্লাহ অসুস্থ হয়ে পরায় আজ ২৪ ফেব্রুয়ারী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। তার অসুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আব্দুল জলিল সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২২ ফেব্রুয়ারী ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আব্দুল জলিল সরদার (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

বরিশাল জেলা জামায়াতের নেতৃবৃন্দের শোকবাণী

মাওলানা আব্দুল জলিল সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বরিশাল পশ্চিম সাংগঠনিক জেলা শাখা জামায়াতের আমীর মাস্টার আব্দুল মান্নসা, সেক্রেটারী অধ্যাপক সাঈদ আহমাদ খান ও গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোসলেম উদ্দিন শিকদার আজ ২৪ ফেব্রুয়ারী ২০১৯ এক যুক্ত শোকবাণী প্রদান করেন।

শোকবাণীতে তারা মাওলানা আবদুল জলিল সরদারের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।