২৭ জানুয়ারি ২০১৯, রবিবার, ৬:৩৫

শরীফুননেসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ইউসুফ আলী (রাহিমাহুল্লাহর) সাহেবের স্ত্রী শরীফুননেসা কিডনী ও ফুসফুস জটিলতায় আক্রান্ত হয়ে (৭০) বছর বয়সে আজ ২৭ জানুয়ারী বিকেল ৪ টায় রাজধানীর একটি হাসপাতলে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি ৫ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ২৭ জানুয়ারী রাত সাড়ে ৮টায় মীর হাজিরবাগ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ১ম নামাজে জানাজা শেষে তাকে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে নিজ বাড়িতে নিবে এবং ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় ২য় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

শরীফুননেসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৭ জানুয়ারী ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, শরীফুননেসা (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।