১ মার্চ ২০১৭, বুধবার, ৭:৫৭

অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে

ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবুল কাশেমসহ ৪ জন নেতা-কর্মীকে ১লা মার্চ দুপুরে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেমসহ ৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

সরকার অব্যাহতভাবে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। কর্তৃত্ববাদী সরকার জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণবিচ্ছিন্ন সরকার জনগণের উপর দুঃশাসন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে। কর্তৃত্ববাদী সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবুল কাশেমসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”