৯ জানুয়ারি ২০১৯, বুধবার, ৭:১৭

পুলিশের গুলীতে একজন শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

ন্যূনতম মজুরী বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে আন্দোলনরত পোষাক শ্রমিকদের উপর গত ৮ জানুয়ারী সাভার অঞ্চলে পুলিশের গুলীতে একজন শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ ৯ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ন্যূনতম মজুরী বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে আন্দোলনরত পোষাক শ্রমিকদের উপর পুলিশের গুলীতে একজন শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার নৃশংস ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

পোষাক শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি হলে দেশের গোটা অর্থনীতি হুমকিতে পড়বে। ইতোমধ্যেই মালিক পক্ষ অনেকগুলো পোষাক শিল্প বন্ধ ঘোষণা করেছেন। পোষাক শিল্পে নিয়োজিত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ দেশের উন্নয়নে নিয়োজিত। তাদের ন্যায়সংগত দাবী দাওয়া অবজ্ঞা করার পরিণতি কখনো শুভ হবে না। তাই তাদের ন্যায়সংগত দাবীগুলো সহানুভুতির দৃষ্টিতে বিবেচনা করে তাদের ন্যায্য অধিকার প্রদান করা উচিত। তারাও মানুষ, সমাজের অন্যান্যদের মতো তাদেরও পরিবার-পরিজন নিয়ে সমাজে বেঁচে থাকার অধিকার আছে। তাই তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবী অবশ্যই বিবেচনার দাবী রাখে।

কাজেই মালিকপক্ষ ও পোষাক শ্রমিকদের সাথে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সংগত দাবীগুলো মেনে নিয়ে পোষাক শ্রমিকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ”