বিশিষ্ট আলেমে দ্বীন জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশের) শীর্ষ নেতা হযরত মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইসলামের একজন নিষ্ঠাবান খাদেম ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি ইসলামের জন্য অনেক অবদান রেখে গিয়েছেন। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের তামাম নেক খেদমতকে কবুল করুন, তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমীন।