আমীরে জামায়াত

2024-10-15

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলনে আমীরে জামায়াত

দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি এমন ব্যক্তি এবং দলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি এমন ব্যক্তি এবং দলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গড়তে হলে দেশপ্রেমিক সৎ ও যোগ্য লোকদের রাষ্ট্রীয় দায়িত্ব অর্পন করতে হবে। যারা দেশ ও জনগণের সম্পদ রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। যারা নৈতিক অবস্থান থেকে জনগণের সম্পদের আমানতদার হবে।”

তিনি চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা সেক্রেটারি যথাক্রমে অধ্যাপক আলাউদ্দীন সিকদার ও অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, চটগ্রাম উত্তর জেলা আমীর অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘ ১৫ বছরের ভোট বিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে দু:শাসন তারা কায়েম করেছিল তার বিপরীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যামে সরকার গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যমুক্তকরণ, বিচার প্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সকল রাষ্ট্রীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য দায়ী ব্যবসায়িক সিন্ডিকেটের মূল্যেৎপাটন, দেশের সর্বত্র চাঁদাবাজ লুন্ঠন ও নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার মাধ্যামে দেশের আপামর জনতার কল্যাণ নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “আল্লাহর দরবারে কঠিন জবাবদিহির ভয় লালন করতে হবে। শুধু মুখের কথা ও শ্লোগানে নয়, সত্যিকার অর্থে মানব কল্যাণ ও দেশ সেবায় পরীক্ষিত সৎ ও যোগ্য লোকদের সাহসিকতার সাথে অংশগ্রহণ করতে প্রস্তত থাকতে হবে।”