আমীরে জামায়াত

2022-03-03

অস্থির পণ্যের বাজারে জনগণ দিশেহারাঃ সিন্ডিকেটের পোয়াবারো

-ডা. শফিকুর রহমান

সম্প্রতি নিত্যপণ্যের মূল্য হু-হু করে বাড়ছে। রাষ্ট্রের মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা (প্রায় ৯৫ ভাগ জনগণ) নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা। তাদের এই কষ্ট উপলব্ধি করার মতো অনুভূতি দুষ্ট সিন্ডিকেটের নেই।


কর্তৃত্বশীলদের একজন বলে, “বাজারের ওপর আমাদের কোন কিছু করার নেই, আমরা অসহায়”। অন্যজন বলে, ” মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, বাজার মূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ চিন্তিত নয়”।

অবৈধভাবে ক্ষমতার বাগডোর হাতে নিলেই মুখ দিয়ে এমন সব কথা বলা সম্ভব। এ ধরনের আচরণ জাতির সাথে চরম দায়িত্ব জ্ঞানহীন, ভন্ডামী ও নিষ্ঠুর উপহাস।

এ ধরনের বক্তব্যই প্রমাণ করে, দুষ্ট সিন্ডিকেটের সাথে ক্ষমতার উচ্চ মহল সরাসরি জড়িত। কারণ এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুষ্টু সিন্ডিকেটকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দেওয়া হচ্ছে। জাতির সাথে এ ধরনের আচরণ দুঃখজনক ও চরম নিন্দনীয়।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক