আমীরে জামায়াত

2021-12-11

সমাজের বিবেক বিবর্জিত মানুষগুলোর বিবেক ফিরে আসুক। আল্লাহ্‌ তা’য়ালা তাদেরকে মেহেরবানী করে হেদায়াত দান করুন।

-ডা. শফিকুর রহমান

সমাজের কথিত উঁচু তলায় বিকৃত মানসিকতার লোকের কোন অভাব নেই। সমাজের কার্যকর জায়গাগুলো ওদের কব্জায় থাকার কারণে এর খেসারত গোটা জাতিকেই দিতে হচ্ছে।

সম্প্রতি এমন একজন বিকৃত মানসিকতার লোক, যিনি সীমাহীন তোষামোদি, ঔদ্ধত্য ও বেপরোয়া আচরণের কারণে ন্যাচারাল জাস্টিসের কবলে পড়েছেন।

শুধু ব্যক্তিই নয়, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে কিছু কিছু প্রতিষ্ঠানও অতিউৎসাহী, সীমাহীন তোষামোদ ও ক্ষমতার চরম অপব্যবহার করে জনগণের জীবনকে অতিষ্ট ও তটস্ত করে রেখেছে। অথচ এই তারাই সাধারণ জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত। তারা ছড়ি ঘুরাচ্ছে সাধারণ জনগণের মাথার ওপর।

বর্তমান পরিণতি দৃষ্টে তাদের যদি বোধদয় হয়, তাহলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই ভালো। অন্যথায় মজলুমের পক্ষে যে মহান রাব্বুল আলামীন আছেন, তাঁর কব্জা থেকে কেউ রেহাই পাবে না। দুনিয়া এবং আখিরাত দুই জায়গায়।

কামনা করি, বিবেক বিবর্জিত এ মানুষগুলোর বিবেক ফিরে আসুক। আল্লাহ্‌ তা’য়ালা তাদেরকে মেহেরবানী করে হেদায়াত দান করুন। তাহলে তারাও বাঁচবে, আর সমাজও তাদের জুলুম থেকে রক্ষা পাবে।

আখের আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালার ফায়সালাই চূড়ান্ত।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক