আমীরে জামায়াত

2021-08-27

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা...

-ডা. শফিকুর রহমান

কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, তার ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে। নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
 
এই হামলাকে কাপুরুষিত, অন্যায় ও জঘন্য অপরাধ বলে আমরা মনে করি। নিঃসন্দেহে এটি একটি জঘন্য নিন্দনীয় অপরাধ। যেখানে বিশ্বের প্রতিটি দেশ তালেবানের বেঁধে দেয়া সময়সীমার ভিতরেই নিজেদের সৈন্য এবং জনগণকে সরিয়ে নেয়ার কাজে ব্যস্ত, ঠিক এ সময়ে এ ধরনের একটি ঘটনা আফগানিস্তানের জনগণের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে গেলো।
 
আল্লাহ্‌ পাক মেহেরবানী করে এই দেশ ও জাতিটাকে হেফাজত ও সাহায্য করুন। আমীন।।
 
At least 60 people been killed and 140 people injured in a suicidal bomb blast outside the Kabul Airport on Thursday. The bomb blasts took place at the airport’s Abbey Gate where the US and the British soldiers took their position to facilitate the final push of the U.S.-led evacuation effort. I am extending deep sympathy and condoles to all the deceased and injured victims.
 
We consider this attack as cowardic, unjustified and heinous act. Undoubtedly, it is condemnable attack. When all invading countries are busy to withdraw their soldiers and people from Afghanistan within the Taliban fixed timeframe, at such stage, this attack would cause a great loss for the people of Afghanistan.
 
May Allah, with His blessings, protect and help this country and the nation. Ameen.