আমীরে জামায়াত

2021-05-02

পবিত্র রামাদান মাস মহান আল্লাহর পক্ষ থেকে মু’মিনদের জন্য চমৎকার উপহার

-ডা. শফিকুর রহমান

মহান প্রভুর দরবারে অযুত-কোটি শুকরিয়া তিনি আমাদেরকে কুরআনুল কারিম নাজিল, দ্বীন কায়েমের পথে হক-বাতিলের প্রথম যুদ্ধ এবং পবিত্র মক্কা বিজয়ের তথা পবিত্র কুরআনের বিজয়ের এই মাস পর্যন্ত হায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এ আমাদের প্রতি মহান রাব্বুল আলামীনের সীমাহীন মেহেরবানী। রাহমাহ্‌ প্রাপ্তির বিশেষ ১০টি দিন, মাগফিরাহ্‌ এর বিশেষ ১০টি দিন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মর্যাদাপূর্ণ ১০টি দিন নিয়েই রামাদানুল কারিম।
 
রাহমাহ্‌ এর ১০ দিন বিদায় নিয়েছে ও মাগফিরাহ্‌ এর ১০ দিনও বিদায় নেয়ার পথে। আমরা কতজন আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালার রাহমাহ্‌ ও মাগফিরাহ্‌ পাওয়ার উপযুক্ত হয়েছি, চলে যাওয়া সাওমগুলো আল্লাহ্‌ তা’য়ালার দরবারে কবুল হয়েছে তা কেবল আল্লাহ্‌ রাব্বুল আলামীনই জানেন। জাহান্নাম থেকে মুক্তি লাভের অধ্যায়টা আমাদের দুয়ারে কড়া নাড়ছে। এ ১০ দিনেই রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে মু’মিনদের জন্য চমৎকার উপহার।
 
হাজার মাসের চেয়েও গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুল ক্বদর। আরও রয়েছে মহান মা’বুদের সান্নিধ্য লাভে দুনিয়াবী কাজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে সুন্নাত ইতিক্বাফ পালন করার মহা সুযোগ। আল্লাহ্‌ তা’য়ালা তাঁর এই নিয়ামতের ক্বদর করার তাওফিক আমাদের দান করুন। সেই সাথে মহান প্রভু যেন আমাদের গুনাহখাতাসমূহ ক্ষমা করে আবরার বান্দা-বান্দীদের সাথে শামিল করে নেন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।।