আমীরে জামায়াত

2021-04-27

অক্সিজেনের বিকল্প আমদানির ব্যবস্থা করুন, অন্যথায় ভয়াবহ সংকট দেখা দিতে পারে...

-ডা. শফিকুর রহমান

সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ অতি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। ভারত অক্সিজেন সংকটে নিপতিত। ইতিমধ্যে তারা বাংলাদেশে রপ্তানী বন্ধ করে দিয়েছে।

এ অবস্থায় বাংলাদেশের উচিত দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের বিকল্প আমদানির ব্যবস্থা করা। অন্যথায় ভয়াবহ সংকট দেখা দিতে পারে।

করোনা পরিস্থিতির সূচনা থেকেই সঠিক পরিকল্পনা, সমন্বিত ব্যবস্থাপনা, সততা ও স্বচ্ছতার অভাব পদে পদে দৃশ্যমান। অক্সিজেনের মত অতিব জরুরী এ উপাদান যেন আবার জাতির জন্য অকল্পনীয় কোন বিপদের কারণ হয়ে না দাঁড়ায়।

মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর একান্ত মেহেরবানীতে আমাদেরকে সাহায্য করুন। আমীন।।

Due to massive outbreak of covid-19, India is in acute crisis of Oxygen. Already they have stopped exporting oxygen to Bangladesh. Bangladesh should ensure sufficient oxygen supply from alternative sources. Otherwise, we may face severe crisis.

Since the beginning of corona crisis, we observed lacking of proper planning, honesty and transparency at all levels. We are worried about probable disaster, which may create due to inadequacy of such an inevitable and lifesaving item like oxygen.

May Allah protect us with His direct mercy and blessings. Ameen

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক