আমীরে জামায়াত

2020-12-05

মুসলমানদের ঈমানী রাহবার হচ্ছেন- আলেম-উলামা, ইমাম ও খতিবগণ

-ডা. শফিকুর রহমান

প্রকৃত মুসলমানগণ কোন কালেই নিজেদের ঈমান এবং ইজ্জত কারো কাছে বিক্রি করেনি এবং করবেও না। মুসলমানদের ঈমানী রাহবার হচ্ছেন- আলেম-উলামা, ইমাম ও খতিবগণ। ঈমান এবং মানবতার ক্ষতি হয় এমন বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করাই তাদের দায়িত্ব। চাই সেটি মসজিদের মিম্বারে হোক, তাফসীর মাহফিল কিংবা ওয়াজ মাহফিলের স্টেজে হোক অথবা ক্ষুরধার লেখনী হোক তাঁরা নিঃসংকোচে সত্যকে তুলে ধরবেন। সত্যের পক্ষে শক্ত অবস্থান নিবেন। জনগণকে সতর্ক করবেন এটি তাদের দায়িত্ব এবং অধিকার। এ দায়িত্ব পালনে বাঁধা দিতে কেউ এগিয়ে আসলে তাকেই উপযুক্ত বাঁধা দিয়ে থামিয়ে দিতে হবে। বাংলাদেশের মুসলমানরা এটি পারবেনও ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আলেমগণ রাসূলে কারীম (ﷺ)-এর ওয়ারিশ।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক