৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশে নিযুক্ত সৌদী আরবের মান্যবর রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলান এর সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলাদেশে নিযুক্ত সৌদী আরবের মান্যবর রাষ্ট্রদূত মি. ঈসা ইউসেফ ঈসা আল দোহাইলান এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়কালে তাঁরা বাংলাদেশ ও সৌদী আরবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।