বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে আয়োজন করতে হবে। পুরাতন ব্যবস্থায় নির্বাচন হলে বাংলাদেশ থেকে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, ভোট ডাকাতি ও কালো টাকার প্রভাব ঠেকানো যাবে না। একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য তিনি সরকারকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা প্রণয়নের দাবি জানান।
তিনি বলেন, বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমাদেরকে পরাধীন করার চক্রান্তে মেতে উঠেছিল। আমরা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে বৈষম্য নয়, আমরা চাই রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হোক। তিনি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
১১ জানুয়ারি শনিবার কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা আমীর রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ প্রমুখ।