১৮ মার্চ ২০২৩, শনিবার

সিলেট মহানগর জামায়াতের থানা শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে- এডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিশ্বের ন্যায় বাংলাদেশেও ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসলামী আন্দোলন সব সময় রক্তাক্ত পিচ্ছিল পথ। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দেয় তাদেরকে দ্বীনের পথ থেকে সরিয়ে দেয়ার সাধ্য কারো নেই। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করাই শহীদী কাফেলা জামায়াতে ইসলামীর কাজ। তাই জামায়াতের দায়িত্বশীল থেকে শুরু করে ইসলামী আন্দোলনের সকল স্তরের কর্মীদের নৈতিকতার সর্বোচ্চ শিখরে আরোহন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিয়েই আমরা ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত করতে চাই।
 
তিনি সিলেট মহানগর জামায়াতের থানা শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সিলেট মহানরীর সকল থানার শুরা ও কর্মপরিষদ সদস্যগণ অংশ নেন। শিক্ষা শিবিরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট অঞ্চল টীম সদস্য মাওলানা হাবিবু রহমান।
 
শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল ও জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু।
 
শিক্ষা শিবিরে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন সংগ্রামে জামায়াত দেশপ্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। যে কোন দুর্যোগে জামায়াত আর্তমানতার কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার নজির স্থাপন করেছে। কিন্তু শুধুমাত্র কুরআন হাদীসের আলোকে সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়ায় দেশে আজ জামায়াতের রাজনৈতিক অধিকার হরণের ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই জামায়াতের আদর্শিক অগ্রযাত্রা ঠেকাতে পারবেনা। জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে ত্যাগের সর্বোচ্চ পরাকাষ্টা প্রদর্শন করার জন্য প্রস্তুত থাকতে হবে।