৪ মার্চ ২০২৩, শনিবার

বরিশাল মহানগরী জামায়াতের বই বিতরণ অনুষ্ঠান

জামায়াতে ইসলামী একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, তাই সকল পর্যায়ের জনশক্তিকে ইসলামের সঠিক জ্ঞানে সমৃদ্ধ হতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ ১ মার্চ হতে আরম্ভ হয়েছে। গণসংযোগ পক্ষকে সফল করতে বরিশাল মহানগর জামায়াতের থানা আমীর ও সেক্রেটরী সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাঃ বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল জাময়াতের পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এসময় উপস্থিত ছিলেন. মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওঃ হবিবুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মোঃ জয়নাল আবেদীন, মোঃ তারেকুর ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, মোঃ শফিউল্লাহ তালুকদার ও মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এটি নিছক কোন রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠনে টিকে থাকতে হলে ব্যক্তিকে পর্যাপ্ত ইসলামী ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হতে হয়। তাই আমরা এই সংগঠনকে ইসলামী এবং আধুনিক জ্ঞান অর্জনের বাতিঘর হিসাবে দাবী করে থাকি।

তিনি এ সময় দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী সংগঠনের দায়িত্ব পালনের জন্য যে পরিমাণ কুরআন হাদিস চর্চা হওয়া দরকার আমরা তা পারিনা, তবে আমাদের চেষ্টা অব্যহত থাকার করণে মহান আল্লাহ আমাদের বরাকা দান করছেন। প্রতিটি দায়িত্বশীল যদি জ্ঞানের দিক হতে নিজেকে সমৃদ্ধ করতে পারে তবে মানুষের কাছে দ্বীনের দাওয়াত উপস্থাপন করা সহজতর হবে। এর জন্য আমাদের সকলকে বেশী বেশী অধ্যবসায় চালিয়ে যেতে হবে। এসময় তিনি দায়িত্বশীলদের কুরআন হাদীস ও ইসলামী সাহিত্যসহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের সকল দিকে আমাদের আনুপাতিক বিচরণ থাকার জন্য তাগিদ প্রদান করেণ।

ইসলামের সঠিক দিক মানুষের নিকট পৌছাতে ব্যাপক পড়াশুনারও পরামর্শ দেন। তিনি দিনের একটি সময় নির্ধারণ করে সকলকে পড়ার টেবিলে বসার অভ্যাস গড়তে তাগাদা দেন। তিনি এসময় গণসংযোগ পক্ষ উপলক্ষে সাধারণ মানুষের ঘরে ঘরে ইসলামী সাহিত্য, কুরআন ও হাদিসের তরজমাসহ বই বিতরণ করতে বলেন।

এ সময় তিনি আরো বলে, জামায়াতে ইসলামীকে সাধারণ মানুষ গ্রহণ করেছে। এই সংগঠনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ জনতা জামায়াতকে একটি আধুনিক ইসলামী সংগঠন হিসাবে বেছে নিয়েছে। মানুষ তার মনের জগতের খোরাক এবং আখেরাতমূখী জীবন গড়তে এই সংগঠনকে নির্ভরযোগ্য পতিষ্ঠান বলে মনে করেন। তাই আমাদের আমল ও আখলাকগত দিকে আরো বেশী যত্নবান হয়ে ময়দানে বিচরণ করতে হবে।

তিনি এ সময় চলমান গণসংযোগ পক্ষকে সামনে রেখে বরিশাল মহানগরী সংগঠনকে ব্যাপক দাওয়াতী কাজের তাগীদ দিয়ে বলেন, মহানগরী এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের কাছে জামায়াতের পরিচিতি বিতরণ করে সংগঠনের লক্ষ ও আদর্শ তুলে ধরতে হবে। এর জন্য মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের সকল কর্মীদের একযোগে কাজ করতে হবে। মহানগরী এলাকায় সকল দল ও মত নির্বিশেষে জামায়াতে ইসলামীর দাওয়াত নিয়ে যেতে হবে।

এদিকে গণসংযোগ পক্ষ উপলক্ষে বরিশাল মহানগরী জামায়াতের প্রতিটি থানা, ওয়ার্ড এবং ইউনিটে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে বরিশাল মহানগরী জামায়াতের প্রতিটি ওয়ার্ডে কুরআন-হাদীস ও ইসলামী সহিত্য বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছে দেয়ার লক্ষে এ আয়োজন করে বরিশাল মহানগরী জামায়াত।