৮ জানুয়ারি ২০২১, শুক্রবার

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, মূলত ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় আজ মানুষে মানুষে ব্যবধান ক্রমেই বাড়ছে। তাই আর্তমানবতার মু্িক্তর জন্য মানুষের মধ্যে ব্যবধান কমাতে হবে। আর এজন্য প্রয়োজন ন্যায়-ইনসাফ ভিত্তিক একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র।

৮ জানুয়ারি দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার উদ্দ্যোগে সদর উত্তরের দরবারপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর এ্যাডঃ মাহবুবুর রহমান ভুট্টে, দিনাজপুর শহর শাখার আমীর জনাব সিরাজুস সালেহীন, সদর উত্তর সাংগঠনিক উপজেলা শাখার আমীর জনাব খুরশেদ আলম, ২নং ওয়ার্ড শাখার আমীর জনাব জুয়েল ও শরীফুল ইসলামসহ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষের সম্মান-মর্যাদা ও অধিকার ইসলামের আদর্শ অনুসরণের মধ্যেই নিহীত। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের কথাই বলেছেন আমাদের প্রিয় নবী ও মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সাঃ)। বাংলাদেশে শীতের প্রকোপে জামায়াতে ইসলামী অসহায় শীতার্ত মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বন্যা, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ ক্ষতিগ্রস্ত সকল দুস্থ-অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি মানবতার সেবায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহব্বান জানান।

তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।