৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার

সিলেটের বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

দেশের মানুষ সমস্যায় জর্জরিত -ডা: শফিকুর রহমান

সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার দুপুরে স্থানীয় হেমু এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান। এ সময় ডাঃ শফিকুর রহমানের তাৎক্ষণিক আগমনের খবরে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে বরণ করতে ছুটে আসেন। সমবেত বিপুল সংখ্যক লোকজনের উদ্দেশ্য প্রধান অতিথি ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অত্র এলাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনারা এলাকাবাসী ক্ষতিগ্রস্ত জনগণ। আমরাও সাংগঠনিকভাবে খুব মজলুম। আমরা কেউই আজ ভাল নেই। দেশের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এ অবস্থায় আমি এখানে এসেছি শুধু মানবিক দায়িত্ব পালন করতে। জামায়াতে ইসলামী তার সাধ্যমত যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন আমরা একটি কল্যাণময়, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের সহযাত্রী হিসেবে আপনাদেরকে সব সময় পাশে চাই।

বন্যাসহ যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত মানুষের সাহায্যার্থে রাজনৈতিক দল ও প্রশাসনের পাশাপাশি সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আনওয়ারুল আম্বিয়া, সেক্রেটারি রফিক আহমেদ, ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা সভাপতি আব্দুল খালিক প্রমুখ।