৩ আগস্ট ২০১৯, শনিবার

জনসচেতনতা বৃদ্ধিসহ ডেঙ্গুজ্বর থেকে রক্ষার জন্য আল্লাহ্র সাহায্য কামনার আহবান

ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিযান ও মশারী বিতরণ - মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গুজ্বর ভয়াবহ রূপধারণ করেছে। ইতিমধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যু বরণ করেছেন। সারাদেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ২১ হাজারের অধিক হলেও দিন দিন তা আরো বৃদ্ধি পাচ্ছে। ৬৪ জেলায় ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়েছে। এমতাব্যস্থায় জনসচেতনতা বৃদ্ধিসহ ডেঙ্গুজ্বর প্রতিরোধ এবং তা থেকে রক্ষার জন্য মহান আল্লাহ্ তায়ালার কাছে সাহায্য কামনা করতে হবে। তিনি জামায়াতের সর্বস্তরের নেতা-কর্মীদের ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের পর্যাপ্ত সেবা ও ঔষধের ব্যবস্থা করার মধ্যমে বিপদে পাশে দাড়াঁনোর জন্য উদাত্ত আহবান জানান।

তিনি জ্বরে আক্রান্তদের এবং তাদের আত্মীয় স্বজনদের সাক্ষাত করে আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া এবং সমবেদনা প্রকাশ করে সান্তনা দেওয়ার জন্য নেতা-কর্র্মীদের অনুরোধ করেন। বিশেষ করে এই মহমারী থেকে রক্ষা এবং সকলের গুণা মাফের জন্য মহান আল্লাহর রহমত ও সাহায্য কামনা করার আহবান জানান।

তিনি আজ সকালে নগরীর বাকলিয়া থানার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত ডেঙ্গু রোগ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মশারী বিতরণ ও প্রচারাভিযান চলাকালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাকলিয়া থানা জামায়াতের আমীর এম.এ.আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ্, জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ, সুলতান আহমদ ও আবদুল হাই প্রমুখ।

সমাবেশ শেষে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান এলাকার গরীব,অসহায় এবং দু:স্থদের মাঝে মশারী বিতরণ করেন। বাকলিয়া থানা জামায়াতের মশারী বিতরণ অনুষ্ঠান শেষে ডেঙ্গু জ্বর থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। উক্ত মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।