বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জলাবদ্ধতা নিরসনে জনগণের ভোটের সরকার লাগবে। জনগণ যাদের পছন্দ করবে তারা ক্ষমতায় গিয়ে চুরি-ডাকাতি, লুটপাট, দুর্নীতি বাদ দিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করবে।”
১৫ অক্টোবর মঙ্গলবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা এখনো প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে আছে। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশংকা থেকে যায়। কারণ আওয়ামী ফ্যাসিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনারা জনগণের সেবা করুন। জনগনের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। তাদের সাথে ভালো ব্যবহার করুন। তাদের সমস্যা সমাধানে কাজ করুন।”
প্রধান অতিথি বলেন, “বাজারে এখানো আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সিন্ডিকেট রয়েছে। এসব সিন্ডিকেট ভাঙতে পারলে দ্রব্য মূল্যের দাম কমানো সম্ভব। এসব প্রভাবশালী সিন্ডিকেট দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায়। সবাইকে এ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোদ গড়ে তুলতে হবে।”