১ নভেম্বর ২০২২, মঙ্গলবার

ঘূর্ণিঝড় সিত্রাং-এ পটুয়াখালী জেলার ৮জন নিহতের পরিবারের পাশে আমীরে জামায়াত

ঘুর্ণিঝড় সিত্রাং-এ ড্রেজার ডুবে পটুয়াখালী সদর উপজেলার ৮ জনের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে এবং সার্বিক খোজ-খবর নিতে তাদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান।

আমীরে জামায়াতের সাথে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী ও পটুয়াখালী জেলা আমীর জনাব মোঃ শাহ আলমসহ জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আমীরে জামায়াত নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য্যধারন করতে বলেন। নিহতদের পরিবারের সকল সমস্যা মোকাবেলায় সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিও প্রদান করেছেন আমীরে জামায়াত

আমীরে জামায়াত বলেন, আমরা আশা করবো বার্জের মালিক পক্ষ যারা আছেন, তারা তো এই শ্রমিকদেরই ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এতদিন ভোগ করেছেন। তারাও যেন এসে একটু দেখে যান। যদি ইতোমধ্যে তারা এসে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসেন তাহলে আমাদের এই আওয়াজ তাদের কানে যেন মহান আল্লাহ পৌঁছে দেন। সবাই আসলে আমাদের এই ভাই-বোনদের দুঃখ অল্প অল্প করে আমরা ভাগ করে নিব এতে তাদের দুঃখ হালকা হয়ে যাবে। আল্লাহ তা’য়ালা আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আমাদের এই চেষ্টায় যদি নিয়তের কোন নাপাকি থাকলে মহান আল্লাহ মাফ করুন। এখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামীনের তামাম এবাদত বন্দেগি করার তাওফিক দান করুন। আল্লাহর হাবিব (স.) বলেছন "মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে।" আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের ভালো চিন্তা করার তাওফিক দান করেন। আমরা যে আশা করে ন্যায়-ইনসাফ ভিত্তিক সার্বজনিন কল্যাণরাষ্ট্র হিসাবে দেশটাকে দেখতে চাই আল্লাহ যেন আমাদের জনগণের সে-ই আশা পূর্ণ করেন। আমরা দল-মত-ধর্ম-বর্ণ-এলাকা নির্বিশেষে বাংলাদেশের যে কোন প্রান্তে, যে কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সর্বদা তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

আমীরে জামায়াত নিহতদের পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।