১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

সিলেট মহানগরী জামায়াতের ঢেউটিন বিতরণে আমীরে জামায়াত

মানবতার কল্যাণে কাজ করা থেকে জামায়াতকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই- ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, “সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো আমাদেরই আপনজন। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে জামায়াত কাজ করছে। নিজ নিজ অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সম্মিলিতভাবে কাজ করলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো একটু মাথাগুজার ঠাই পাবে।

আমীরে জামায়াত আরো বলেন, জামায়াত বন্যার শুরু থেকে সামর্থের সবটুকু উজাড় করে দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। বন্যা কেটে গেলেও জামায়াত এখনো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। দেশব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের এই মানব কল্যানমূলক কাজগুলো ক্ষমতাসীনদের পছন্দ হয়না। তাই তারা আমাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে যাচ্ছে। কিন্তু মানবতার কল্যাণে কাজ করা থেকে আমাদেরকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই। কারণ আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই কাজ করে থাকি। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করিনা। মানবতার কল্যাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান থানা পশ্চিম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, কাউন্সিলার সোহেল আহমদ রিপন, জামায়াত নেতা মুহাম্মদ আনোয়ার আলী, রফিকুল ইসলাম, মুহিব আলী, শাহেদ আলী, জুনায়েদ আল হাবীব, ফয়জুল ইসলাম, শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ রাসেল ও সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন প্রমূখ।