১৭ জুলাই ২০২২, রবিবার

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে মৌলভীবাজারে বন্যাদুর্গতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দেশের প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সামর্থ্য নিয়ে অসহায় মানুষের পাশে থাকে: আব্দুর রব

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ব্যবস্থাপনায় মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে পরিধেয় বস্ত্রসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. শাহেদ আলী, জেলা সহকারী সেক্রেটারী মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম।

উপহার বিতরণকালে উপাধ্যক্ষ আব্দুর রব বলেন, ‘দেশের প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সামর্থ্য নিয়ে অসহায় মানুষের পাশে থাকে। একদম প্রথম দিন থেকে সিলেটের বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী ভূমিকা রাখছে। আমাদের মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সিলেটসহ প্রতিটি বন্যাকবলিত এলাকায় অবিরত কাজ করেই যাচ্ছেন। এতো জুলুম নিপীড়ন স্বত্ত্বেও আর্ত-মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করা থেকে বিরত রাখা যাবে না।'

তিনি আরো বলেন, বিপদ-মুসিবত, পরীক্ষা মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। এটি বান্দাদের গুনাহ মাফের উসিলা হয়। মহান আল্লাহর মাগফিরাতের এ সুসংবাদ কেবলমাত্র ধৈর্যশীলদের জন্য। এটি যেমন বন্যা কবলিত এলাকার আপমর জনসাধারণের জন্য আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে কঠিন পরীক্ষা, একইভাবে এটি আমাদের সকলের জন্যও পরীক্ষা। মহান আল্লাহ দেখতে চান, এ অবস্থায় আমরা যারা বিপদের মুখোমুখি হয়নি, তারা বিপন্ন ভাই-বোনদের জন্য কী করছি? আপনাদের এ বিপদে মানবিক দায়বোধ ও ভালোবাসার টানেই আমরা বন্যা পরিস্থিতির সূচনা থেকে নানাবিধ কর্মসূচির মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ সহযোগিতা আপনাদের জীবনে সামান্য উপকারে আসলে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করবো।