৬ মার্চ ২০২২, রবিবার

বিরামপুরে রেল দুর্ঘটনায় নিহতদের ৩টি পরিবারকে জামায়াতের আর্থিক সহযোগিতা

গত ২ ফেব্রুয়ারি বিরামপুর রেলগেটে প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে নিহতদের ৩টি পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ হতে ৬ মার্চ নগদ অর্থ প্রদান করা হয়। এই আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বদরগঞ্জ উপজেলা আমীর আব্দুল হান্নান খান, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জনাব মো: আনোয়ার হোসেন ও পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলী প্রমুখ।

নিহতরা হলেন যথাক্রমে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের কালুপাড়া গ্রাম নিবাসী মৃত আঃ আজিজের পুত্র আতিয়ার রহমান, লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী গ্রাম নিবাসী মিনহাজুল ইসলামের পুত্র সুজন এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ গ্রামের আব্দুল হালিম শাহ্ এর পুত্র হাফিজুর রহমান শাহ। এদের প্রত্যেক পরিবারকে ৪০ হাজার টাকা করে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।