আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতা বিতরণ করছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম
২৯ অক্টোবর ২০২১, শুক্রবার

তিস্তার আকস্মিক বন্যায় বসতভিটা হারানো পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী

উজান থেকে নেমে আসা পানির স্রোতে তিস্তার আকস্মিক বন্যায় রংপুরের গংগাচড়া উপজেলার বসতভিটা বিলীন হওয়া ২৫টি পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল রংপুরে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেন। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং রংপুর জেলা আমীর ও মিঠাপুকুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী।

মাওলানা আবদুল হালিম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিকট আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সালাম ও সমবেদনা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত শুকনো মৌসুমে নদীর পানি প্রবাহ বন্ধ করে রাখে। ফলে উত্তরাঞ্চলে মরুকরণ সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে উত্তরবঙ্গের মানুষ পানির জন্য হাহা করে। অথচ ভারত তখন আমাদেরকে পানি দেয় না। অপরদিকে বর্ষা মৌসুমে পানির প্রবাহ ছেড়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে। ফলে এই অঞ্চলের মানুষগুলোকে প্রতি বছর এ রকম দূর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একদিকে শুকনো মৌসুমে পানি আটকে রেখে শুকিয়ে মারা আবার অন্যদিকে বর্ষা মৌসুমে পানির প্রবাহ ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট করা, ঘর-বাড়ি নদীরগর্ভে বিলীন করা কোনো সৎ প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রের কাজ নয়। বাংলাদেশের জনগণ ভারতের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে।

তিনি আরো বলেন, এ রকম পরিস্থিতিতে সার্বিক সমস্যা সমধানের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশে একটি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়।

মাওলানা মমতাজ উদ্দিন তাঁর বক্তব্য বলেন, বিপদ-মসিবতের সময় হতাশ না হয়ে মহান আল্লাহর কাছে ধর্না দিতে হবে এবং এটিই একজন মু’মিনের বৈশিষ্ট্য। তিনি সকলকে ধৈর্য ধারণ করে আল্লাহমুখী হওয়ার আহবান জানান।

রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা আমীর অধ্যাপক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও উপজেলা আমীর জনাব অধ্যাপক মোঃ রায়হান সিরাজীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবদুল গনি, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা সেক্রেটারি জনাব মোঃ নায়েবুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর এই আকস্মিক বন্যায় বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে স্থানীয় সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানসহ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।