১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জামায়াতে ইসলামীর আহ্বান

বিসমিল্লাহির রাহমানির রাহীম
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জামায়াতে ইসলামীর আহ্বান

সুপ্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত পঞ্চাশ জনের অধিক সংখ্যক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। প্রতিদিন অসংখ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সরকারী-বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯৯৬ জন রোগী। জাতীয় এই দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস, উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধি। দেশের একজন নাগরিক হিসেবে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কে আমাদের সকলেরই সচেতন হওয়া দরকার। ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে কায়মনো বাক্যে মহান আল্লাহর নিকট দোয়া করা একান্ত প্রয়োজন। আমরা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সাহায্য করবেন। আমাদের সকলের উচিৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দিয়ে সমবেদনা প্রকাশ করা।

দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রতিদিন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে দেশবাসীকে সচেতন করছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জনসচেতনতা বাড়াতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাকের রহমত এবং সাহায্য দ্বারাই এ বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আল্লাহ তা’আলা আমাদেরকে সাহায্য করুন। আমীন।

ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের করণীয়
 মশার আবাসস্থল ধ্বংস করুন।
 বাড়ি-ঘরে সকাল-সন্ধ্যা দু’বেলা ধূপ জ্বালানো।
 বাগান, বাড়ি-ঘর এবং চতুর্পাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন।
 ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা, ভাঙ্গা হাড়ি-পাতিল, বালতি-কনটেইনার ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে তার ব্যবস্থা করুন।
 ঐ সব পাত্রে তিন দিনের বেশী যেন পানি জমে না থাকে।
 এসি ও ফ্রিজের পানি নিয়মিত অপসারণ করুন।
 যে সমস্ত ডোবা ও নালা-নর্দমায় মাছ বা পানিতে বসবাসকারী কোন প্রাণী নেই সেখানে নিয়মিত ঔষধ ছিটিয়ে মশার লার্ভা ধ্বংস করুন।
 দিন বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
 সামাজিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর পাশে দাঁড়াতে হবে।
 সর্বোপরি জ্বরে আক্রান্ত হলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।