১২ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার

সৎ ও যোগ্য লোকের শাসন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মেনিফেস্টো_২০০৮

ভূমিকা

দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ জনগণের অনেক কোরবানী ও কষ্টের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। এদেশের মানুষ একদিকে গভীরভাবে ধর্ম বিশ্বাসী, অন্যদিকে গণতন্ত্রের ধারক ও বাহক। আল্লাহর রহমতে এদেশে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও কর্মক্ষম জনবল। দেশের দৃঢ় মননশীল জনগণের দক্ষতা ও দেশের সম্পদ ব্যবহার করে সমৃদ্ধ ও শক্তিশালি দেশ গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে, জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সুবিচার, আন্তঃ সাম্প্রদায়িক সমঝোতা, সাংস্কৃতিক সমৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষণ, স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাযত, সকল পেশা-ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের অধিকার ও কল্যাণের নিশ্চয়তা বিধান, গঠনমূলক, কল্যাণধর্মী এবং মানবতাবাদী পদক্ষেপের বাস্তবায়ন করা। তাই জামায়াতে ইসলামী চায় একটি দুর্নীতিমুক্ত, জুলুম-নিপীড়নশূন্য, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, সুখী-সমৃদ্ধশালী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে থাকবে পূর্ণ শান্তি ও নিরাপত্তা এবং প্রতিটি নর-নারী পাবে পরিপূর্ণ মানবিক অধিকার ও মর্যাদা।

উক্ত লক্ষ্য বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী সকল গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক শক্তির কল্যাণধর্মী, গণমুখী, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক নীতি এবং কর্মতৎপরতাকে সমর্থন ও সহযোগিতা করে যাবে। দেশ ও জাতির স্বার্থ বিরোধী এবং কুরআন-সুন্নাহ পরিপন্থী সকল অপতৎপরতা প্রতিরোধ অব্যাহত রাখা হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হিসাবে এদেশের বিদ্যমান আইন-কানুন বিধি বিধান সংস্কারের মাধ্যমে তা সময়োপযোগী করা এবং ব্যাপক প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। জামায়াত বিশ্বাস করে, জনগণের আস্থা, বিশ্বাস, সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি নির্বাচিত সরকারের পক্ষেই ক্রমান্বয়ে একটি শক্তিশালি, সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

বিস্তারিত জানতে ডাউনলোড করুন পিডিএফ লিঙ্ক থেকে : নির্বাচনী মেনিফেস্টো_২০০৮