১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের খবরে লিবিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন "আল ইহিয়া আত তাজদীদ সোসাইটির" উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেছে লিবিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন "আল-ইহিয়া আত-তাজদীদ সোসাইটি" (সাবেক মুসলিম ব্রাদারহুড, লিবিয়া)। সংগঠনটির প্রেসিডেন্ট ডক্টর সালেম মোহাম্মদ আবু হানাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সহ রাজনৈতিক কারণে আটক বিরোধী জোটের সকল নেতাকর্মীকে সসম্মানে মুক্তি দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি আহবান রাখা হয়েছে।

বিবৃতিটি নিম্নরূপ:

আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে, বাংলাদেশের সরকারি বাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা শফিকুর রহমানকে ১৩ ডিসেম্বর মধ্যরাতে তাঁর বাসা থেকে গ্রেফতার করেছে।

জনাব শফিকুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত ইসলামী নেতা। তিনি বাংলাদেশের অনেক সামাজিক ও দাতব্য সংস্থার সাথে যুক্ত, যারা বাংলাদেশে মানবতার কল্যাণে কাজ করছে। বাংলাদেশে গত ভয়াবহ বন্যায় তিনি ও তার দল যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দেখেছে এবং প্রশংসা করেছে। এমন একজন মানবতাবাদী ও দেশপ্রেমিক ইসলামী নেতাকে গ্রেফতার করায় আমরা গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন!

আমরা আন্তর্জাতিক নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে, দেশের সব বিরোধী দল যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে নেমেছে, ঠিক তখনই সরকারের অনুগত বাহিনী জনাব শফিককে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগ এনে গ্রেপ্তার করেছে।

যে মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায়, সামাজিক উন্নয়নে অবদান রাখে, সে কীভাবে সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত হতে পারে? একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে এটা খুবই হাস্যকর অভিযোগ।

সম্মিলিত বিরোধী জোটের আন্দোলনকে দমন করার জন্য বাংলাদেশ সরকার এটি করেছে বলে জনগণ মনে করে।

আমরা জানতে পেরেছি, মামলাটির প্রাথমিক বিবরণেও তাঁর নাম ছিল না! রাজনৈতিক কারণে সরকার তাঁকে গ্রেফতার করেছে। তিনি এমন একটি সংগঠনের সভাপতি যেটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে এবং এখনও করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী আদর্শকে বিজয়ী করার জন্য প্রতিষ্ঠিত একটি সংগঠনের সভাপতি হয়ে তিনি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত হবেন, এটি কেউই বিশ্বাস করবে না।

আমরা বাংলাদেশ সরকারের কাছে ডা. শফিকুর রহমান সহ বিরোধী জোটের অন্য সব রাজনৈতিক বন্দীকে শীঘ্রই মর্যাদার সাথে মুক্তি দেওয়ার এবং তাদের সকলের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার জন্য আহবান রাখছি।