১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

আল্লামা হাফেজ মাহমুদুল হাসান সিদ্দিকীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

গারাংগিয়ার পীর সাহেব, গারাংগিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদে বাইতুর রহমত’ এর খতীব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাফেজ মাহমুদুল হাসান সিদ্দিকীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৯ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, গারাংগিয়ার পীর সাহেব, গারাংগিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদে বাইতুর রহমত’ এর খতীব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাফেজ মাহমুদুল হাসান সিদ্দিকী ১৯ আগস্ট বেলা পৌণে ২টায় চট্টগ্রাম মহানগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, প্রখ্যাত আলেম গারাংগিয়ার পীর আল্লামা হাফেজ মাহমুদুল হাসান সিদ্দিকী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তিনি ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম। দাঈ ইলাল্লাহ হিসেবে তিনি ছিলেন অনন্য উচ্চতার এক মহৎ ব্যক্তি। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। মহান রব তাঁর শূন্যতা পূরণ করে দিন।

শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর এ গোলামের সকল নেক খেদমত কবুল করুন। তাঁর গুনাহখাতাগুলো মেহেরবানী করে মিটিয়ে দিন। পরবর্তী মঞ্জিলগুলো তাঁর জন্য শান্তি, রাহমাহ, মাগফিরাহ ও বারাকার চাদরে ঢেকে দিন। আবরার বান্দাদের মধ্যে কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস ও আলা দারাজাহ দান করুন। তাঁর শোকাহত স্বজনদের এবং সহকর্মীদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল দান করুন। আমীন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন গভীর শোক প্রকাশ করে বলেন, গারাংগিয়ার পীর সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাফেজ মাহমুদুল হাসান সিদ্দিকীর ইন্তেকালে আমরা অত্যন্ত ব্যথিত। তিনি ছিলেন ইলমি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।