২৭ জুন ২০২১, রবিবার

মাস্টার আবদুল মান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখার প্রবীণ সদস্য (রুকন), বড়লেখা উপজেলা শাখার সাবেক আমীর মাস্টার আবদুল মান্নান ২৭ জুন সকাল পৌণে ৯টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৭ জুন সন্ধ্যা পৌণে ৬টায় পাখিয়ালা নামক গ্রামের মসজিদ চত্বরে জানাযা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাস্টার আবদুল মান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৭ জুন ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাস্টার আবদুল মান্নানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। ছাত্র জীবন থেকেই তিনি ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী ও দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৫ পূর্ববর্তী অখণ্ড সিলেট জেলার মজলিসে শূরার সদস্য এবং একাধারে দীর্ঘদিন বড়লেখা থানা ও পরবর্তীতে উপজেলা আমীরের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষাবিদ হিসেবে ছাত্রদের কাছে একজন আদর্শ শিক্ষক ছিলেন। সামাজিক বিষয়াদিতে ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করে সমাজের কাছে তিনি ছিলেন সমাদৃত। বহু উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এক কথায় তিনি ছিলেন একজন দা’য়ী ইলাল্লাহ, ইসলামী আন্দোলনের নির্ভরযোগ্য দায়িত্বশীল এবং সামাজিক কর্মকাণ্ডের অগ্রপথিক। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।