৯ মে ২০২১, রবিবার

আল আকসায় দখলদার ইসরাইলী সেনাদের হামলায় মুসল্লীদের আহত হওয়ার ঘটনার নিন্দা

মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় দখলদার ইসরাইলী সেনাদের হামলায় দুই শতাধিক মুসল্লী আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৯ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “৮ মে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদ আল আকসায় দখলদার ইসরাইলী সেনাদের বর্বর হামলায় দুই শতাধিক মুসল্লী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর। পবিত্র রমাদান মাসে ইসরাইলী সেনাদের এই ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় গোটা মুসলিম বিশ্বের সাথে আমরাও গভীরভাবে মর্মাহত। আমরা ইয়াহুদীবাদী দখলদার ইসরাইলী সেনাদের এ পৈশাচিক হামলার নিন্দা জানাচ্ছি।

মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার পবিত্রতা রক্ষা এবং নির্যাতিত ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে দখলদার ইসরাইলী সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা মুসলিম বিশ্বের সকল শান্তিকামী জনতার প্রতি আহবান জানাচ্ছি।”