আরও

৬ মে ২০২১, বৃহস্পতিবার

অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সালের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদস্য (রুকন) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়ার দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন প্রভোস্ট অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল করোনা রোগে আক্রান্ত হয়ে ৫ মে রাত পৌণে ১১টায় ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৬ মে সকাল ১০টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির্জানগর নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সালের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৬ মে ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল করোনা রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ এবং বিশিষ্ট শিক্ষাবিদকে হারালাম। অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল ইসলামী শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আদর্শ নাগরিক তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে অনেক অবদান রেখে গিয়েছেন। মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন।