১৯ মার্চ ২০২১, শুক্রবার

আল্লামা শায়খ মুহাম্মাদ আলী আস-সবুনী আল-হালাবী (রহঃ) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বিশ্ব বিখ্যাত বর্ষিয়ান আলেমে দ্বীন ও প্রখ্যাত মুফাস্সির আল্লামা শায়খ মুহাম্মাদ আলী আস-সবুনী আল-হালাবী (রহঃ) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৯ মার্চ ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আল্লামা সবুনী ১৯৩৯ সালে সিরিয়ার হালাব শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি পবিত্র কুরআনের হিফজ সমাপ্ত করে উচ্চ শিক্ষায় মনোনিবেশ করেন। এরপর তিনি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর বহু মূল্যবান গ্রন্থ রচনা করেন।

তিনি ছিলেন জগদ্বিখ্যাত কিতাব সফওয়াতুত তাফাসীর গ্রন্থের লেখক। তিনি পবিত্র শাবান ১৪৪২ হিজরী, মোতাবেক ১৯ মার্চ ২০২১ ইংরেজি পবিত্র জুম'আর দিন তুরস্কের ইস্তাম্বুল এর নিকটবর্তী একটি গ্রামে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাঁর সান্নিধ্যে চলে গেলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তিকালে মুসলিম বিশ্ব একজন যোগ্য অভিভাবককে হারাল।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন।

আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।