২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার

নূরজাহান আক্তার শিমুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার মহিলা সদস্য (রুকন) নূরজাহান আক্তার শিমু ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে ২ ফেব্রুয়ারি সকালে ৩৫ বছর বয়সে ঢাকাস্থ আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ ফেব্রুয়ারি বিকালে তার স্বামীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দশমাইলস্থ বদরগঞ্জে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

নূরজাহান আক্তার শিমুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০২ ফেব্রুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, নূরজাহান আক্তার শিমু (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, নায়েবে আমীর অধ্যাপক জামালউদ্দিন ও সেক্রেটারি জনাব খায়রুল হাসান গভীর শোক প্রকাশ করে বলেন, নূরজাহান আক্তার শিমু মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে অনেক অবদান রেখে গিয়েছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।