২৩ নভেম্বর ২০২০, সোমবার

সাবেক এমপি মুহতারামা রাশিদা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক মহিলা বিভাগীয় সেক্রেটারি ও সাবেক এমপি মুহতারামা রাশিদা খাতুন ২৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুরের ডিওএইচএস-এ অবস্থিত তার নিজ বাসায় ৮৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৩ নভেম্বর বাদ আসর মিরপুরের ডিওএইচএস-এর মসজিদে জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক মহিলা বিভাগীয় সেক্রেটারি ও সাবেক এমপি মুহতারামা রাশিদা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ নভেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মুহতারামা রাশিদা খাতুনের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতা প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। তিনি মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি জাতীয় সংসদের মহিলা সদস্য হিসেবে দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আদর্শ নাগরিক তৈরীতে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা স্মরনীয় হয়ে থাকবে। তিনি সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ ও কুরবানীর অনন্য নজির স্থাপন করেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। তার শোকাহত পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।