২৪ অক্টোবর ২০২০, শনিবার

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৪ অক্টোবর নিম্নোক্ত শোকবাণী দিয়েছেন:

“সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক এ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার রফিকুল হক ২৪ অক্টোবর সকাল ৮.৩০ মিঃ ঢাকার আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১৫ দিন যাবত ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একজন পেশাদার আইনজীবী হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। আইনের শাসন, ন্যায় বিচার সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। গুরুত্বপূর্ণ মামলায় তিনি এমিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিঃশংকচিত্তে তার মতামত তুলে ধরেছেন। দেশের আইন অঙ্গণে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর ইন্তিকালে সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবীগণ একজন অভিভাবক হারালো এবং দেশ একজন আইনজ্ঞকে হারালো। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও তাঁর সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ভালো কাজগুলো গ্রহণ করে তাঁকে জান্নাতবাসী করুন।”