৫ এপ্রিল ২০২০, রবিবার

শেখ নাসের উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার মজলিসে শূরার সদস্য ও রামপাল উপজেলা শাখার আমীর এবং গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্নি সায়েরাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ নাসের উদ্দিন ৬২ বছর বয়সে ৫ এপ্রিল সকাল পৌণে ১০টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি বেশ কিছু দিন পূর্বে জ্বরে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৫ এপ্রিল বাদ যুহর সালাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

শেখ নাসের উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ এপ্রিল ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, শেখ নাসের উদ্দিন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাগেরহাট জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ এবং জেলা সেক্রেটারিসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ শেখ নাসির উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা একজন জনদরদী ও ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দ্বায়ীকে হারালাম। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।