৩ এপ্রিল ২০২০, শুক্রবার

জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা সিরাজুল হাসানের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা

জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা সিরাজুল হাসানের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩ এপ্রিল প্রদত্ত এক শোকবাণীতে বলেন:

“মাওলানা সিরাজুল হাসানের ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। তিনি আজীবন নিরলসভাবে তার দেশে ইসলামী আন্দোলনকে উজ্জীবিত করার কাজে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামী হিন্দকে সুসংগঠিতভাবে গড়ে তোলা ও মুসলিম মিল্লাতের অগ্রগতির ক্ষেত্রে সিরাজুল হাসানের অবদান অনস্বীকার্য। ভারতের ছাত্রদের মাঝে ইসলামী দাওয়াহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ইসলামী ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন।

তিনি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর পান্ডিত্য অর্জন করেন।

১৯৯০-২০০৩ সাল পর্যন্ত তিনি টানা তিন সেশন জামায়াতে ইসলামী হিন্দের আমীর হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর প্রচেষ্টায় ভারতব্যাপী "ধার্মিক জন মোর্চা" তৈরি হয়।
আমি মাওলানা সিরাজুল হাসানের রূহের মাগফেরাত কামনা করছি। মাওলানার পরিবার ও আত্মীয়-স্বজন এবং জামায়াতে ইসলামী হিন্দ-এর দায়িত্বশীল ও কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা মাওলানার সকল দ্বীনি খেদমত কবুল করুন ও তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন।