৩ এপ্রিল ২০২০, শুক্রবার

কিউবার ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ইয়াহিয়া পেদ্রোর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

দ্বীপ রাষ্ট্র কিউবার ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ইয়াহিয়া পেদ্রোর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩ এপ্রিল প্রদত্ত এক শোকবাণীতে বলেন:

“দ্বীপ রাষ্ট্র কিউবার ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ইয়াহিয়া পেদ্রোর ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। ইয়াহিয়া পেদ্রো ১৯৬৬ সালে ইসলাম সম্পর্কে প্রথম জানতে পারেন। তিনি ইসলামের উপর পড়াশুনা শুরু করেন। ১৯৭০ সাল থেকে তিনি ইসলামের উপর গবেষণা শুরু করেন। দ্বীপরাষ্ট্র কিউবায় তিনি সম্পূর্ণ প্রতিকুল পরিবেশে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। পেদ্রোর প্রচেষ্টায় দ্বীপ রাষ্ট্র কিউবায় ইসলাম বিস্তার লাভ করে। পেদ্রো কিউবায় ইসলামের প্রচার-প্রসারে অনন্য ভূমিকা পালন করেন।

তার ইন্তিকালে আমরা একজন নিবেদিত প্রাণ ইসলামী আন্দোলনের সংগ্রামী নেতাকে হারালাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তার খেদমতসমূহ কবুল করুন। তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমি তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও তার গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”