১১ মার্চ ২০২০, বুধবার

গোবিন্দপুর ও রূপনগর বস্তিতে আগুন লেগে কয়েক'শ বস্তিঘর পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

গত ১০ মার্চ রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় ৫০টি ঘর এবং ১১ মার্চ মিরপুরের রূপনগর বস্তিতে আগুন লেগে কয়েক’শ বস্তিঘর পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেনঃ-

“বস্তিতে হতদরিদ্র ও নিম্ন আয়ের লোকেরা বসবাস করে। মানুষ হিসেবে তারা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। রাজধানীর বস্তিগুলোতে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটছে। আগুনে পুড়ে যাওয়ার পর কিছু দিন বিভিন্ন মহলে এনিয়ে আলোচনা হলেও পরবর্তীতে এটা নিয়ে আর কোনো তৎপরতা দেখা যায় না। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য অনেক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো একটি তদন্তের রিপোর্ট বাস্তবায়িত হয়েছে বলে আমাদের জানা নেই।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় ৫০টি ঘর পুড়ে ছাঁই ও মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আগুন লাগার কারণ উদ্ঘাটন করে তার প্রতিকার করা দরকার। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য বস্তিবাসীদের মধ্যে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ সকল অগ্নিকান্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে পুনর্বাসন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”