৩ মার্চ ২০১৮, শনিবার

ড. জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৩ মার্চ এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে ড. জাফর ইকবালকে অজ্ঞাতনামা দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। জাতীয়ভাবে পরিচিত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কত নিরাপত্তাহীনতায় দিন অতিবাহিত করছে তা সহজেই অনুমান করা যায়। এ ঘটনায় প্রমাণিত হয় যে, বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

আমি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তি প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি।”