২২ জুলাই ২০১৭, শনিবার

আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করার কোন এখতিয়ার অবৈধ দখলদার ইসরাইলের নেই

ইসরাইল কর্তৃক অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে ৫০ বছরের কম বয়স্ক মুসলমানদের মসজিদে প্রবেশের উপর ইসরাইলের অবৈধভাবে নিষেধাজ্ঞা জারীর প্রতিবাদকারী মুসলমানদের উপর ২১ জুলাই শুক্রবার ইসরাইলী নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণে তিন জন ফিলিস্তিনী মুসলমান নিহত এবং আল আকসা মসজিদের ইমামসহ শতাধিক মুসল্লী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায় করার জন্য মুসলমানদের মসজিদে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারী করার কোন এখতিয়ার অবৈধ দখলদার ইসরাইলের নেই। তারা মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ সনদ চরমভাবে লংঘন করেছে।

ইসরাইলী নিরাপত্তা বাহিনীর বাধার মুখে মুসল্লীরা পবিত্র আল-আকসা মসজিদের বাইরের রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। সেখানেও ইসরাইলী নিরাপত্তা বাহিনী হামলা চালিয়ে চরম মানবতা বিরোধী কাজ করেছে। ইসরাইলী দখলদার বাহিনী শান্তি এবং নিরাপত্তা বিঘ্নকারী।

ইসরাইলী বাহিনীর বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ফিলিস্তিনী মুসলমানদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলী দখলদারীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমি শান্তিকামী সকল রাষ্ট্র এবং জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি। নিহত ফিলিস্তিনী মুসলমানদের শাহাদাত কবুল করার জন্য আমি মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”