১৩ জুন ২০১৭, মঙ্গলবার

পাহাড় ধ্বসে সামরিক ও বেসামরিক লোক মিলে কমপক্ষে ৪৯ জন লোক নিহত এবং অনেক লোক মাটি চাপা পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক

অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধ্বসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ও একজন ক্যাপ্টেন এবং নারী-শিশুসহ সামরিক ও বেসামরিক লোক মিলে কমপক্ষে ৪৯ জন লোক নিহত এবং অনেক লোক মাটি চাপা পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৩ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অতি বর্ষণে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধ্বসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ও একজন ক্যাপ্টেন এবং নারী-শিশুসহ সামরিক ও বেসামরিক লোক মিলে কমপক্ষে ৪৯ জন লোক নিহত এবং অনেক লোক মাটি চাপা পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

এ ধরনের দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে পাহাড়ের পাদদেশে যারা কাঁচা ঘর-বাড়ীতে বসবাস করে তাদের অতি বর্ষণের পূর্বাভাস পাওয়া মাত্র নিরাপদ স্থানে সরিয়ে নেয়া উচিত ছিল। তাছাড়া পাহাড় কাটা বন্ধ এবং পাহাড় এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পূনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।

পাহাড় ধ্বসে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দান, মাটি চাপা পড়া লোকদের উদ্ধার এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”